শিরোনাম

সালমান খান কত টাকার মালিক ৯৯% জানে না!

সালমান খান কত টাকার মালিক

আপনি কি জানতে চান, সালমান খান কত টাকার মালিক? সালমান খান বিশ্বের কততম ধনী ব্যক্তি, মাসিক আয়? কিভবে এত পয়সা উপার্জন করেন?

বলিউডের প্রথম সারির এক জনপ্রিয় অভিনেতা সলমন খান। বিগত তিন দশক ধরে বলিউডে ফাটিয়ে সিনেমা করছেন তিনি। শোনা যায়, সলমনের মাসিক আয় ১৬ কোটি টাকা। একটি সিনেমা করে ভাইজান পারিশ্রমিক হিসেবে নেয় ১০০ থেকে ২০০ কোটি টাকা। তবে শুনলে অবাক হতে হয়, এই সুলতানের জীবনে প্রথম আয় ছিল মাত্র ৭৫ টাকা। শুরুর জার্নিটা ছিল সলমনের বেশ কঠিন । তাজ হোটেলে একটি অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে অংশগ্রহণ করেসলমন প্রথম পেয়েছিলেন মাত্র ৭৫ টাকা।

সালমান খান-এর সিনেমা এবং টিভি শো

বলিউডে সলমন প্রথম অভিনয় করে ‘বিবি হো তো অ্যায়সি’ (Biwi Ho To Aisi, 1988) এই ছবিতে। তার প্রথম ছবিই ব্লকবাস্টার হয়। এই ছবি করে ভাইজান পেয়েছিলেন মাত্র ১১,০০০ টাকা। এর পরের বছরই মুক্তি পায় ‘ম্যায়নে পিয়ার কিয়া’ (Maine Pyar Kiya, 1989)। এই সিনেমাটি ছিল সেই সময়কার সর্বোচ্চ আয়কারী একটি সিনেমা। এতে অভিনয় করে পারিশ্রমিক হিসেবে ৩১,০০০ টাকা পায় সলমন।

সলমান খানের সর্বোচ্চ আয়কারী 5 টি সিনেমা

  1. টাইগার জিন্দা হ্যায় (Tiger Zinda Hai- 2017 ): 339.16 কোটি।
  2. বজরঙ্গী ভাইজান (Bajrangi Bhaijaan- 2015) : 320.34 কোটি ।
  3. সুলতান (Sultan- 2016) : 300.45 কোটি।
  4. কিক ( Kick- 2014) : 231.85 কোটি ।
  5. ভারত ( Bharat- 2019) : 211.07 কোটি ।

সালমান খানের আগামী সিনেমা টাইগার-৩ এর জন্য তার ফ্যান তথা আমরা সকলে খুব উত্তেজিত

সালমান খান-এর সিনেমা এবং টিভি শো তালিকা এখানেই শেষ নয়, আমরা সাল্লু ভাইকে সঞ্চালক রূপেও নানা অনুষ্ঠানে দেখতে পায়। যেমন বিগ বস সিজন 4 থেকে শুরু করে এখন পর্যন্ত সাল্লু ভাই রয়েছেন সঞ্চালক। শোনা যায়, বিগ বস 16 -এর প্রতি এপিসোডের জন্য তিনি পেয়েছেন ১২ থেকে১৫ কোটি টাকা, পরে সেটা বাড়িয়ে ২৩ কোটি করে দেওয়া হয়।

সালমান খান কত টাকার মালিক
Salman Khan

সালমান খান কত টাকার মালিক ? (Salman Khan Net Worth)

চলুন জানি, সালমান খান কত টাকার মালিক? সালমান খান বিশ্বের কততম ধনী ব্যক্তি? সালমান খানের মাসিক আয় কত? কিভবে এত পয়সা উপার্জন করেন?

কিছুদিন আগেই এক সমীক্ষার রিপোর্টে এই তথ্য উঠে এসেছে ভাইজানের বাৎসরিক আয় ২২৫ কোটি টাকা ও তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৮৫০ কোটি টাকা

আপনার প্রশ্ন ছিল, সালমান খান বিশ্বের কততম ধনী ব্যক্তি। চলুন তার উত্তর দেখি। সলমান খান ২০২৩ সালের ফোর্বস বিশ্বের ধনীদের তালিকায় নেই। তার নেট সম্পত্তি প্রায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার,যা একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। তাসত্বেও কিন্তু বিশ্বের শীর্ষ ১০০০ ধনীদের তালিকায় স্থান দেওয়ার জন্য যথেষ্ট নয়। কিন্তু Celebrity Net Worth অনুসারে, সলমান খানে তাকে বিশ্বের ৮২তম ধনী অভিনেতা। সালমান খান ২০২৩ এ ভারতের চতুর্থ তম সবচেয়ে ধনী অভিনেতা ।

তবে কেবল অভিনয় নয়, বলিউড সুলতান ভারতে প্রথম সারির পণ্যের বিজ্ঞাপনে এক পরিচিত মুখ। সূত্রের খবর, এক একটি বিজ্ঞাপনের জন্য সলমন নিয়ে থাকেন ১০ থেকে ১৫ কোটি টাকা। খেয়াল করলে দেখা যাবে, বছরে প্রায় ১২ থেকে ১৫ টি ব্র্যান্ডের বিজ্ঞাপনের প্রচারে তাঁকে দেখা যায়। বিজ্ঞাপন দাতাদের কাছেও এই বলিউডের সুপারস্টাররা হলো পাখির চোখ।

সালমান খানের কতগুলি অভিজাতী বাড়ি ও গাড়ি রয়েছে ?

সালমান খান কত টাকার মালিক আমরা জানলাম । এবার জানবো,বলিউড বাদশা কিং খানের মতোই বলিউডের সুলতানেরও রয়েছে একাধিক বাড়ি। বান্দ্রার যে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে সলমন থাকেন তাঁর বাজার মূল্য প্রায় ১১৫ কোটি টাকা, পানভেলে ৯৪ কোটি টাকা মূল্যের একটি নিজস্ব ফার্মহাউসও রয়েছে সলমনের।

তাছাড়া গোরাই বিচে নিজস্ব হলিউড হোম থেকে শুরু করে মুম্বাইয়ের চিম্বা রোডে ১৭ কোটি টাকার প্রোপার্টিও রয়েছে ভাইজানের। তাছাড়াও দুবাইয়ে বুর্জ প্যাসিফিক টাওয়ার অ্যাপার্টমেন্টেও ভাইজানের বাড়ি রয়েছে বলে জানা যায়।
অর্থাৎ সবমিলিয়ে বলায় যায় ভাইজানের স্ত্রী- পুত্র – কন্যা না থাকলেও প্রমোদপ্রাসাদের অভাব নেই। যদিও অনেকবার নানা অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছে, কিন্তু সে বিষয়ে তিনি কোন স্বীকারোক্তি দেয়নি।

শুধু কি বাড়ি নাকি, একাধিক গাড়িও রয়েছে ভাইজানের। সলমনের কালেকশনে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। অডি, মার্সেডিজ, ল্যান্ড ক্রুজার,থেকে শুরু করে বিএমডব্লিউসহ বিশ্বের নানা বড় বড় সংস্থার গাড়ি রয়েছে ভাইজানের। এইখানেই শেষ নয়, ভাইজান যে মোটরবাইক লাভার সেটা বোধহয় তুমিও জানো। তাই ভাইজানের কালেকশনে রয়েছে ইয়ামাহা, হায়াবুসার মত বড় বড় নামিদামি কোম্পানির বাইকও। যার কোনোটার বাজার মূল্য ১৭ লক্ষ, কোনোটা ১৬ লক্ষ আবার কোনোটা ২০ লক্ষ টাকা।

সালমান খানের স্ত্রী
Salman Khan

সোশ্যাল মিডিয়াতেও রাজত্ব করে সবার প্রিয় ভাইজান সালমান খান।

সোশ্যাল মিডিয়ায় ভাইজানের ফলোয়ার্স মিলিয়ন মিলিয়ন। বিশ্বের বিভিন্ন আনাচে কানাচের মানুষও কমবেশি তাঁকে বলিউড ভাইজান নামে চেনে। কিশোর কিশোরী, তরুণ-তরুণী থেকে বৃদ্ধ – শিশু সবাই রয়েছে তাঁর ফলোয়ারের তালিকায়। শুধু সাল্লু ভাইয়ের অভিনয় নয় তাঁর সংলাপ, তাঁর স্টাইল, তাঁর ব্যক্তিত্বও সকলকেই তাঁর প্রতি আকৃষ্ট করে।

টিভির লাইম লাইটে নয় ইনস্টাগ্রাম ও টুইটারের ( এক্স হ্যান্ডেল) মাধ্যমেও ভাইজান বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও প্রচারে কাজ করে থাকেন। জি. কিউ ইন্ডিয়া (GQ India) এর রিপোর্ট অনুযায়ী ভাই একটি বিজ্ঞাপন পোষ্টের জন্য প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি টাকা পাওনা চার্জ করেন।

এছাড়াও সলমনের নিজের রয়েছে একটি প্রযোজনা সংস্থা “সালমান খান ফিল্মস” (SKF), রয়েছে জিম ব্র্যান্ড এমনকি পোশাকের ব্র্যান্ডও। তিনি নিজে বেশ কিছু স্টার্টআপ কোম্পানিতেও বিনিয়োগ করেছেন বলা জানা গেছে। তাই বলায় যায় বলিউডের সর্বোচ্চ আয়কারী অভিনেতাদের মধ্যে তিনি একজন। এতসব মাধ্যম থেকে Salman Khan net worth সংগ্রহীত হয়।

সালমান খান কত টাকার মালিক আমরা জানলাম। এত সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও সলমান খুব সাধারণ জীবনযাপন করেন। মুম্বাইয়ের এক বেডরুম ফ্ল্যাটে ভাইজান থাকেন। বেশিরভাগ সময়ই তাঁকে নীল জিন্স , টি-শার্ট, হাতে একটি বিশেষ ব্রেসলেট এবং চামড়ার জুতোতেই দেখা যায়। নিজের উপার্জনের অনেকটা টাকায় তিনি বিতরণ করে দেন নানা চ্যারিটেবল ট্রাস্টে। ভালো থাকুন ভাইজান, পরবর্তী সিনেমার জন্য রইল অনেক শুভেচ্ছা।

আরও পড়ুন:

শাহরুখ খানের স্ত্রী কে? (Shahrukh Khan Wife)

99% মানুষ জানে না সালমান খানের স্ত্রী কে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *