Site icon Cinephile Frame

Mujib Movie Cast:মুজিব মুভি ডাউনলোড, কোথায় দেখবেন ফ্রীতে?

Mujib Movie Cast

Mujib Pster & Bangabandhu. Credits: Arifin Shuvoo/Instagram

Mujib Movie Cast: দেখতে চান ফ্রিতে মুজিব: জাতির একটি রূপকার? জানতে চান মুজিব একটি জাতির রূপকার কে কোন চরিত্রে অভিনয় করেছেন?

শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের জাতির পিতার, তিনি “বঙ্গবন্ধু (Bangabandhu) নামেও পরিচিত। সিনেমাটি বাংলাদেশের স্বাধীনতা ও ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মুজিবুর রহমানের একটি বিস্তৃত বায়োপিক। অর্থাৎ বঙ্গবন্ধুর বায়োপিকের নাম – “মুজিব: একটি জাতির রূপকার” (Mujib: The Making of a Nation)। গ্রামের ছেলেবেলা থেকে রাজনৈতিক নেতা এবং বাংলাদেশের মুক্তিদাতার উত্থান পর্যন্ত তার জীবনের যাত্রা বর্ণনা করে। ছবিটি মুজিবের ব্যক্তিগত জীবন, তার রাজনৈতিক সংগ্রাম এবং বাংলাদেশের জন্য তার দৃষ্টিভঙ্গির রূপরেখা দেয়

এই আর্টিক্যালে আমরা আগে জানব cast of mujib: the making of a nation তথা মুজিব একটি জাতির রূপকার, কে কোন চরিত্রে অভিনয় করেছেন। তার পরে জানবো মুজিব মুভি ডাউনলোড কিভাবে করবেন বা অনলাইন স্ট্রিম কোন কোন ওটিটি প্ল্যাটফর্ম এ হচ্ছে। মুজিব মুভি ডাউনলোড লিংক পাওয়ার জন্য শেষ পর্যন্ত পড়ুন।

Mujib movie audience reaction

মুজিব একটি জাতির রূপকার কে কোন চরিত্রে অভিনয় করেছেন (cast of mujib: the making of a nation)

মুজিব মুভি কাস্ট/mujib movie cast (প্রধান):

আরিফিন শুভ ( প্রাপ্ত বয়স্ক শেখ মুজিব)

দিব্য জ্যোতি (কিশোর শেখ মুজিব)

নুসরাত ইমরোজ তিশা ( মুজিবের স্ত্রী/শেখ ফজিলাতুন্নেছা মুজিব)

চঞ্চল চৌধুরী ( মুজিবের পিতা)

নুসরাত ফারিয়া – শেখ হাসিনা
শহীদুল আলম সাচ্চু – এ. কে. ফজলুল হক দীপক আন্টানি – মহাত্মা গান্ধী
ফজলুর রহমান বাবু – খোন্দকার মোশতাক আহমাদ
রায়সুল ইসলাম আসাদ – আব্দুল হামিদ খান ভাসানী
রিয়াজ – তাজউদ্দীন আহমেদ
গাজী রাকায়েত – আব্দুল হামিদ, রেণুর দাদাজী
গায়েসউদ্দীন শেখ – এম. এ. ওয়াজেদ মিয়া আবীর সুফী – মেজর অশোক তারা (যুদ্ধাহিরো)
তুষার খান – মানিক মিয়া
হাসান ডিপ – একজন পুলিশ
রাজিত কাপুর – জুলফিকার আলী ভুট্টো
শতাব্দী ওয়াদুদ – একজন পাকিস্তানি সেনা অফিসার

A Shuvo & Nusrat Imroz ( Pic Credits: Nusrat Imroz / Instagram )

অন্যান্য উল্লেখযোগ্য মুজিব মুভি অভিনেতা যে শিল্পীরা সাপোর্টিং চরিত্রগুলোতে অভিনয় করেছেন / mujib movie cast:-

সুজন আহমেদ – পুলিশ
ইমাম হোসেন সাজু – সেনাবাহিনীর প্রধান
সায়েম সামাদ – সৈয়দ নজরুল ইসলাম
সিয়াম আহমেদ – শামসুল হক
তৌকীর আহমেদ – হোসেন শহীদ সোহরাওয়ার্দী
অঞ্জুম খান – সোহরাওয়ার্দীর মেয়ে – আখতার
দীপ্তেশ খেড়া – নাসির-২
রাজন মোদি
সাব্বিরা নূর
ইশরাক তুর্জ
চঞ্চল চৌধুরী
অজয় চক্রবর্তী
সঙ্গীতা চৌধুরী
অমিত ঘোষ
কামরুল হাসান
আশিকুল ইসলাম
শ্যাম বেনেগাল (স্বয়ং)

জানা হয়ে গেলো মুজিব একটি জাতির রূপকার কে কোন চরিত্রে অভিনয় করেছেন, এবার জানবো মুজিব মুভি এবং তার কাস্টদের সম্পর্কে কিছু মজাদার তথ্য।

ছবিটি পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল এবং প্রযোজনা করেছেন শ্যাম বেনেগাল এবং অতুল তিওয়ারী। এটি ২০২৩ সালের ২৭ অক্টোবর ভারতে এবং ৭ নভেম্বর বাংলাদেশে মুক্তি পায়

Pic Credits: Arifin Shuvoo / Instagram

মুজিব: একটি জাতির রূপকার ছবিতে তৎকালীন বাংলাদেশের চিত্র শ্যাম বেনেগাল নিখুঁতভাবে তুলে ধরেছেন। সে যুগে ব্যবহৃত গাড়ি, নৌকা, বাড়ি, আদালত চত্বর ,যুদ্ধ ক্ষেত্র, মিটিং মিছিল সবই। শুধু তাই নয় কালার গ্রেডিংও ছিল অসাধারণ। একটা সিনেমার ক্ষেত্রে সাউন্ড ডিজাইন খুব গুরুত্বপূর্ণ, বিশেষত সিলভার স্ক্রিনে ক্ষেত্রে সব থেকে বেশি ছাপ রাখে সাউন্ড। এই সাউন্ডও অসাধারণভাবে ব্যবহার করা হয়েছে এই ছবিতে।

মুজিবরের ফ্যামিলি বন্ডিং অর্থাৎ তাঁর সঙ্গে তাঁর বাবা- মা -স্ত্রী – সন্তানের সম্পর্ককে অসাধারণভাবে তুলে ধরেছেন আরেফিন শুভ। তবে ইয়ং এজের মুজিবরের থেকেও ওল্ড এজের মুজিবের চরিত্রে আরেফিন শুভকে বেশি মানিয়েছে। খুব কাছ থেকে দেখলে মেকআপ নিয়ে একটা নেতিবাচক মন্তব্য থেকে যায় তবে দূর থেকে আরিফিন শুভকে বঙ্গবন্ধুর মতই দেখিয়েছে। সব মিলিয়ে এই চরিত্রকে ফুটিয়ে তুলতে আরেফিন শুভকে প্রচুর পরিশ্রম করেছে সেটা মানতেই হবে। তবে বঙ্গবন্ধুর সেই গুরুগম্ভীর গলার স্বরে কিছুটা খামতি থেকে গেছে।

আরিফিনের পরেই সিনেমার স্ক্রিন জুড়ে যাকে দাপুটে অভিনয় করতে দেখা গেছে তিনি হলেন নুসরাত ইমরোজ তিশা। বঙ্গবন্ধু স্ত্রী ফজিলাতুন্নেসা চরিত্রে তিনি অভিনয় করেছেন। এই চরিত্রের মাধ্যমে তৎকালীন বাংলাদেশে রাজনীতির ভেতরে এবং বাইরে নারীদের অবস্থানকে খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন তিশা। তিনি নিজের চরিত্রে এতটাই দুর্দান্ত অভিনয় করেছেন যে কোনো কোনো দৃশ্যে তিনি আরিফিন কেউও টেক্কা দিয়েছেন। এছাড়া বঙ্গবন্ধুর জ্যেষ্ঠা কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

আবার মুজিবর রহমানের বাবার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে এই ছবিতে বাবার সঙ্গে ছেলের গঠনমূলক রাজনৈতিক মতাদর্শকে ফুটিয়ে তোলা হয়েছে দর্শকের সামনে। এ থেকে পরিচয় পাওয়া যায় একটা পরিবারের সংস্কৃতির। ছাত্র অবস্থা থেকেই বঙ্গবন্ধুর প্রতিবাদী ব্যক্তিত্ব, যুক্তিপূর্ণ মনোভাব এবং তারপর তার গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে পরিচয় হয় সবটাই তুলে ধরা হয়

Pic Credits: Chanchal Choudhury / Instagram

তাজউদ্দিন আহমেদ, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মানিক মিয়া, তোফায়েল আহমেদের মতো সহায়ক চরিত্রগুলোর সঙ্গে খন্দকার মোস্তাক, মেজর জেনারেল জিয়াউর রহমানের মতো নেতিবাচক চরিত্রেরও দেখা মেলে চলচ্চিত্রটিতে। এতো গুরুগম্ভীর বিষয়াবলি থাকলেও শামসুল হক চরিত্রে সিয়াম আহমেদের হাস্যরসাত্মক অভিনয়ে হো হো করে হেসে ওঠেন দর্শক।
সারা বাংলাদেশ জুড়ে মোট ১৫৩ টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে এই ছবি। এই ছবির ঘোষণার পর থেকেই বাংলাদেশের দর্শকদের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে “মুজিব: একটি জাতির রূপকার”।

সিনেমাটি মুক্তির পর সাধারণ দর্শকদের পাশাপাশি বাংলাদেশের তারকারাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ভারতীয় সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র। আবার বাংলা সংলাপ লিখেছেন বাংলাদেশ থেকে সাধনা আহমেদ, গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন ও আনাম বিশ্বাস। ছবিটির শুটিং ভারতের মুম্বাইতে ২০২১ সালের জানুয়ারিতে শুরু হয় এবং শেষ হয় ওই একই বছরের ডিসেম্বর মাসে। অবশ্য সব সমস্ত শুটিং মুম্বাইয়ে সেট তৈরি করে হয়নি কিছুটা অংশ বাংলাদেশেও শুট করা হয়েছে।

মুজিব মুভি ডাউনলোড লিংক (how to download mujib movie)

মুজিব মুভি ডাউনলোড করা এখন সম্ভব নয় কারণ অগাস্ট ২০২৩ সালের পর্যন্ত, “মুজিব: দ্য মেকিং অফ আ নেশন” বাংলাদেশ বা ভারতে কোনো ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করছে না। এদিকে আপনি বাংলাদেশ ও ভারতের সিনেমা হলে ছবিটি দেখতে পারেন।

যাইহোক, ভবিষ্যতে মুজিব একটি জাতির রূপকার ফুল মুভি যেকোনো একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে। সেরকম কোনো আপডেটের সূত্র দ্বারা খবর পেলে CinephileFrame.com টিমের পক্ষ থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জইন করুন। আমাদের টেলিগ্রাম গ্রুপ জইন করতে পারেন। জইন হওয়ার জন্য ক্লিক করুন এখানে।সেখানে সমস্ত মুভির  আপডেটেড ও নিউজ প্রদান করা হয়।

বি: দ্রঃ মুজিব মুভি ডাউনলোড লিংক খোজার থেকে উত্তম এটা কোনো স্ট্রিমিং প্লাটফর্ম থেকে দেখুন। নিজে পাইরেসি করবেন না, এবং পাইরেসি কে সমর্থন করবেন না।

Exit mobile version