বিয়ে করেছেন সালমান খান। জানো বলিউড ভাইজান সালমান খানের স্ত্রী কে? কোথায় রয়েছে তাঁর স্ত্রী? কেনই বা প্রকাশ্যে আনছে না তাঁর স্ত্রীকে?
জানি আপনাদের মনে অনেক প্রশ্ন সালমান খানের নিজস্ব জীবন নিয়ে, সালমান খানের বউ ও বিয়ে নিয়ে। সালমান খানের স্ত্রী কে ? সালমান খানের স্ত্রীর নাম কি ? সালমান খানের কি বিয়ে করেছেন ? সালমান খানের বিয়ে কবে ? সালমান খান কেন বিয়ে করেনি ? সালমান খানের এক্স নিয়ে ? আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আছে এই প্রতিবেদনে।
বলিউডের মোস্ট ওয়ান্টেড সুপার হিরো হলো আমাদের ভাইজান। প্রযোজক তো বটেই, এমনকি হাজার হাজার তরুণীর কাছেও সালমান হলো ক্রাশ। বলিউড ভাইজান সালমান খানের বিয়ে নিয়ে অধীর আগ্রহ দেখা যায় তাঁর ভক্তদের মধ্যে। কিন্তু বয়স বাড়লেও ব্যাচেলর লিস্ট থেকে এখনও নাম কাটেনি সাল্লু ভাইয়ের। তবুও তাঁর বিয়ে নিয়ে অনেক সময়ই সোশ্যাল মিডিয়ায় অনেক খবর ভাইরাল হয়ে যায়। ছড়িয়ে যায় গুঞ্জন, রটে যায় গুজব।
সালমান খানের এক্স তথা ডেটিং জীবনের সংক্ষিপ্ত ইতিহাস
নব্বইয়ের দশকে বলিউডের ঐশ্বরিয়া রাই, সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে হালের ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজ , সালমান খানের প্রেমিকার তালিকা বেশ দীর্ঘ। । এরকম নানা খবরের জন্য সালমান সবসময় সংবাদের শিরোনামে থাকত। তবে এত সম্পর্ক থাকলেও কোন সম্পর্ক বিয়ের মণ্ডপ পর্যন্ত গড়ায়নি। সিনেমার সংখ্যার মতোই সালমানের প্রেমিকাদের তালিকাও বেশ লম্বা ।
সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani) :
তার প্রথম ‘সিরিয়াস প্রেমিকা’ হলো সঙ্গীতা বিজলানি। ১৯৮৭ সালে কাতিল ছবি দিয়ে বলিউডে এই অভিনেত্রীর আত্মপ্রকাশ। ১০ বছরের বেশি সম্পর্ক ছিল তাঁদের। এমনকি তাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল ১৯৯৪ এর ২৭শে মে। কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। এক সাক্ষাৎকারে সঙ্গীতা প্রকাশ্যে বলে, সালমান তাকে প্রতারণা করেছে, তার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সালমান অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে, তা জানতে পেরেই সঙ্গীতা সালমানের সঙ্গে তোর বিয়ে ভেঙে দেয়। এভাবেই সালমানের প্রথম প্রেমিকা তার জীবন থেকে হারিয়ে যায়।
যদিও শোনা যায় সালমানের প্রথম প্রেমিকা সঙ্গীতা নয় । কলেজ জীবনে সালমান প্রথম সম্পর্কে জড়িয়ে ছিল শাহিন বানুর সঙ্গে। যে ছিল অভিনেত্রী সায়রা বানুর ভাই সুলতান আহমেদের মেয়ে।
সোমি আলি (Somy Ali):
সঙ্গীতার পর সালমানের জীবনে আসে সোমি আলি। প্রায় ৮ বছর সালমানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল
সোমি আলিরও । ১৯৯১ সালে মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের থেকে ভারতের মুম্বাইয়ে চলে আসে সোমির আলি । তাঁর আসার এক বছর পরেই সালমানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেই সম্পর্ক প্রায় ১৯৯৯ সাল পর্যন্ত চললেও, এই সম্পর্কেও ইতি টেনে দেয় ভাইজান। এক সাক্ষাৎকারে সোমি জানায় সালমান তাকে মারধর করত। শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছে সে সম্পর্কে থাকাকালীন।
ঐশ্বর্ইয়া রায় (Aishwarya Rai):
বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রায়ের সঙ্গে সালমানের সম্পর্ক কারোরই অজানা নয়। “হাম দিল দে চুকে সনম” ছবির সেট থেকে তাদের সম্পর্কে শুরু হয়। কিন্তু সালমানের রক্ষণশীল মনোভাবের জন্য তাদের এই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। শোনা যায়, ঐশ্বর্য বাড়িতে গিয়ে সালমানকে চিৎকার করতেও নাকি দেখা গেছে অনেক বার। এরপরই তাদের দুজনের সম্পর্ক ভেঙে গিয়েছিল নাটকীয়ভাবে। বর্তমানে তিনি অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক ব্চনের সাথে মন দিয়ে সংসার করেছেন।
ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) :
ক্যাটরিনা কাইফ নামটার সঙ্গে আমরা সবাই পরিচিত। আজ বলিউডের প্রথম সারির একজন অভিেত্রী কিন্তু এই যাত্রার শুরুটা সালমান খানের হাত ধরে। সলমন খান ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায়নে প্যায়ার কিউঁ কিয়া?’ ছবিতে ক্যাটরিনাকে সই করিয়ে তার বলিউড ক্যারিয়ারে সাহায্য করেন। এরপর দীর্ঘদিন ধরে তাঁরা প্রেম করেন। সলমন ক্যাটরিনাকে নিয়ে খুবই সিরিয়াস ছিলেন। ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে শাহরুখ খানের সঙ্গেও মারামারি করেন তিনি, যা সেই বছরের সবচেয়ে বিতর্কিত বিষয়ে পরিণত হয়। সালমান খানের এরম ব্যাবহারে ক্যাটরিনা কাইফ খুবই হতাশ হন।
সলমন ও ক্যাটরিনার মধ্যে মতানৈক্য দেখা দেয় এবং পরে তিনি তাঁকে ছেড়ে রণবীর কাপুরকে ডেট করা শুরু করেন। এটি সলমনের জন্য আরেকটি বড় ধাক্কা ছিল, কারণ তিনি ক্যাটরিনাকে বিয়ে করার কথা ভাবছিলেন। আরপিতা খানের বিয়েতে সলমন ক্যাটরিনাকে ‘ক্যাটরিনা কায়ফ কাপুর’ বলে সম্বোধন করেন এবং মাইকে বলেন যে, তিনি খান হওয়ার একটি ভাল সুযোগ হাতছাড়া করেছে। পরে রণবীর কাপুরের সাথে বিচ্ছেদের পর ভিকি কৌশলের সাথে বিবাহ বন্ধনে বাঁধা পড়েন।
ইউলিয়া ভান্তুর (Iulia Vântur ):
শোনা যায় ক্যাটরিনা কাইফের পর ভাইজানের জীবনে আসে রোমানিয়ান বিউটি ইউলিয়া। শুধু সম্পর্ক নয় এমনকি বিয়ের পিঁড়িতেও তারা বসবে এমন কথাও শোনা যাচ্ছিল কিন্তু তাদের এই সম্পর্কও বেশিদিন টেকেনি।
সোনাক্ষী সিনহা সালমান খান বিতর্কের সত্যতা কি ?
ভাইজানের সঙ্গে শত্রুঘন কন্যা সোনাক্ষীর সম্পর্ক খুব গভীর। তবে কি সাল্লু ভাই সোনাক্ষীর সিং কে পছন্দ করে? দাবাং সিনেমার জুটি সালমান ও সোনাক্ষী। এই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে সুপারহিট হয়। দাবাং মুক্তির কিছুদিন পরেই সোনাক্ষী ও সালমানের একটি ছবি ভাইরাল হয়ে যায়।
ছবিতে দেখা যায় ভাইজান এবং সোনাক্ষী দুজনেই নববর বধূর বেশে এবং সালমান আংটি পড়াচ্ছে সোনাক্ষীকে। এই ছবি দেখে সালমান ভক্তরা বেশ খুশি হয়েছিল কিন্তু সোনাক্ষী ভক্তরা তো কেউ একথা ভাবতেই পারেনি। কিন্তু পরে জানা যায়, ওই ছবিটি ছিল পুরোটাই এডিট করা। সাল্লু ভাই অথবা সোনাক্ষীর কোন এক অনুরাগী এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে।
সালমান খান কি বিয়ে করেছে গোপনীয়ভাবে ? তাহলে সালমান খানের স্ত্রীর নাম কি?
এমনও শোনা যায় যে সাল্লুভাই নাকি গোপনে বিয়ে করেছে। তার স্ত্রী রয়েছে দুবাইয়ে, এমনকি ১৭ বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে তাঁদের। কি শুনে অবাক লাগছে তো? তবে এসো আসল তথ্যটি জেনে নিই- পিঞ্চ নামে আরবাজ খানের একটি টক শোর সিজন টু র প্রথম এপিসোডে সালমান খান গিয়েছিল অতিথি হিসেবে। সেখানেই শোনা যায় একটি টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে সালমানকে প্রশ্ন করা হয়েছিল তাঁর বৈবাহিক জীবন নিয়ে। বলা হয়েছিল, তিনি (সালমান) ভীরু।
ভারতের মানুষকে তিনি বোকা বানিয়ে রেখেছে। তাঁর স্ত্রী রয়েছেন দুবাইয়ে যার নাম নূর, এমনকি তাঁর একটি ১৭ বছরের কন্যা সন্তানের রয়েছে। ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির এইরকম একটা পোস্টে চমকে যান সালমান। সে জানায় , বিগত ৯-১০ বছর ধরে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমান থাকে। তাকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে এরকম কোন গোপনীয় ঘটনা ঘটেনি তাঁর জীবনে।
সালমান খান কেন বিয়ে করেনি
সম্প্রতি জনপ্রিয় চ্যাট শো আপ কি আদালতে গিয়েছিলেন ভাইজান। সেখানে অভিনেতাকে জিজ্ঞাসা করা হয় তার বিয়ে নিয়ে কি পরিকল্পনা? সাল্লু ভাই উত্তরে বলে, উপযুক্ত সময় ও সঙ্গী এলে বিয়ে ঠিকই হয়ে যাবে। বিয়ের জন্য তো দুইজন মানুষের দরকার, আর অপরজন রাজি হলে তার বিয়েতে কোন আপত্তি নেই।
কয়েকদিন আগেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যায় একজন সাংবাদিক তাঁকে প্রশ্ন করে তাঁর বিয়ে নিয়ে ? সাল্লু ভাই মজা করে উত্তর দিয়ে বলে, বিয়ে করার জন্য অনেক টাকার প্রয়োজন অত টাকা তার কাছে নেই। তাই তার আর বিয়ে হবে না।
নিজের বিয়ে নিয়ে সত্যিই তাকে খুব একটা মুখ খুলতে দেখা যায় না। কিন্তু কেন বিয়ে করছেন না বলিউড সুপারস্টার ভাইজান। জানো কি তার আসল কারণ?
সালমান এক সাক্ষাৎকারে জানাই একসময় বিয়ে করার ইচ্ছে তাঁর ছিল। এমনকি বিয়ে ঠিকও হয়েছিল সংগীতা বিজলানির সঙ্গে । কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গিয়েছিল। কিন্তু সেই বিয়ে আর হয়নি। সঙ্গীতা সে বিয়ে ক্যানসেল করে দেয়। এরপর আরো অনেকবার বিয়ের সম্মন্ধের কথা সালমানের পরিবার ঠিক করলেও সলমান তাতে রাজি হয়নি।
সালমান খানের পরিবার ও তার অটুট বন্ধন
সালমানের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানায়, সালমান তাঁর পরিবারকে অত্যন্ত ভালবাসেন। কিন্তু তিনি যাকে বিয়ে করবেন সে যদি সালমানের তার পরিবারের প্রতি ভালবাসাটাকে বুঝতে না পারে সেই ভয়ে সালমান বিয়ে থেকে বারংবার পালিয়ে বেরিয়েছে। এমনকি সালমান নিজেও মনে করে, একটা সম্পর্কে দুজন ব্যক্তি জড়িয়ে পড়লে তাদের একে অপরকে সময় দেওয়াটা খুব জরুরি। কিন্তু ভাইজান তার নিজের ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত যে অন্যকে দেওয়ার মতো সময় তার কাছে নেই। আর সময় না দিতে পারলে অপরদিকের মানুষটির সঙ্গে অবিচার করা হবে, এইসব ভেবেই সালমান বিয়ে করার সিদ্ধান্ত থেকে দূরে রয়েছে।
শুধু তাই নয়, জানলে অবাক হবে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ের জন্যও সালমান খান নিজের বিয়ের কথা মাথায় আনে না। বিগ বসের প্রথম সিজনে সালমান জানাই ছোটবেলায় একটি মেয়ে তার ক্রাশ ছিল। কিন্তু কোনদিনই সাহস করে তাকে কিছু বলেনি প্রত্যাখ্যান হওয়ার ভয়ে।
কিন্তু শুধু কি এসব কারণ নাকি এর পেছনে রয়েছে কোন গোপন রহস্য , যার জন্যে সালমান বিয়ে করতে চাই না। সালমান ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছে, আমাদের চারপাশে প্রত্যেকটা মানুষ আলাদা কেউ নিজের ক্যারিয়ারকে এতবেশি গুরুত্ব দেয় যে বিয়ের কথা মনে আসে না, তাঁরা নিজের মত জীবনযাপন করতে ভালোবাসে, সালমান তাদেরই একজন।
শুধু প্রত্যাখ্যান হওয়ার ভয় বা নিজের মতো করে জীবনযাপন করার জন্যই সালমান বিয়ে করেনি এমনটা নয়। সালমানকে বলতে শোনা যায় তার মধ্যে রয়েছে খামতি। একটার পর একটা সম্পর্কে বিচ্ছেদের পর নিজের প্রতি তার নিজেরই একটা সংশয় তৈরি হয়েছে। আর এই সংশয় দূর না হওয়া পর্যন্ত তোমার পক্ষে নিজের বিয়ে নিয়ে ভাবা সম্ভব নয়।
আরও পড়ুন:
সালমান খান কত টাকার মালিক ? সালমান খান বিশ্বের কততম ধনী ব্যক্তি ?
শাহরুখ খানের স্ত্রী কে? (Shahrukh Khan Wife)
সালমান তো বিয়ে করেনি, তাহলে তাঁর এত সম্পত্তির উত্তরাধিকার কে হবেন? এই প্রশ্ন বারবার উঠে এসেছে। প্রত্যুত্তরে সালমান খান জানায় তাঁর সমস্ত সম্পত্তি তিনি ট্রাস্টে দিয়ে দেবে। যদি কোনদিন বিয়ে করেন তাহলে অর্ধেক দেবে আর বিয়ে না করলে তাঁর সম্পূর্ণ সম্পত্তি পাবে ট্রাস্ট। তবে আমরা আসার রাখতেই পারি এই বলিউড সুপারস্টার হয়তো বা একদিন বিয়ে করবে। ভালো থাকুন স্যার, পরবর্তী সিনেমার জন্য রইল আগাম শুভেচ্ছা।