Arijit Singh Wife: জানেন কি অরিজিৎ সিংহ এর দুটি বিয়ে! তার প্রথম স্ত্রী কে ছিলেন? আর বর্তমান স্ত্রীর কে? আজ তার জীবনের কিছু অজানা তথ্য জানাবো।
কাশ্মীর থেকে কন্যাকুমারী আসমুদ্র হিমাচল সকল মানুষের মনেই অরিজিৎ জায়গা করে নিয়েছে, নিজের গুণ নিজের প্রতিভা দিয়ে। কিন্তু এই মানুষটি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে খুব একটা ভালোবাসে না। আর আজ আমরা তার ব্যক্তিগত জীবনেরই কিছু অজানা কথায় জানাবো।
ডাক নাম: সোমু
অরিজিৎ সিং এর বাবার নাম কি: কক্কর সিং
মায়ের নাম: অদিতি সিং
জন্ম: ১৯৮৭ সালের ২৫শে এপ্রিল
বাসস্থান: মুর্শিদাবাদের জিয়াগঞ্জ
অরিজিৎ সিং এর ধর্ম কি: হিন্দু পাঞ্জাবি
জাতীয়তা: ভারতীয়
পেশা: সঙ্গীত শিল্পী
বিবাহিত : প্রথম স্ত্রী রূপরেখা ব্যানার্জি (২০১৩),
দ্বিতীয় স্ত্রী কোয়েল রায় সিং (২০১৪)
অরিজিৎ সিং এর বাড়ি কোথায় ?
অরিজিৎ সিং এর বাড়ি পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার জীয়াগঞ্জে । তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে এই শহরটি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তিনি জিয়াগঞ্জে একটি উন্নতমানের হোম স্টুডিওও স্থাপন করেছেন যেখানে তিনি সঙ্গীত রেকর্ড ও প্রযোজনা করেন।
সাম্প্রতিক বছরগুলিতে, আরিজিৎ সিংহ জিয়াগঞ্জে বেশি সময় কাটান, এমনকি তার দুই সন্তানকেও স্থানীয় একটি স্কুলে ভর্তি করেছেন। তিনি বলেছেন যে তিনি তার সন্তানদের মুম্বাইয়ের কোলাহল থেকে দূরে জিয়াগঞ্জে তার মতোই সুস্থ ও শান্তিপূর্নভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে চান।
অরিজিতের শিক্ষাগত যোগ্যতা কত?
অরিজিৎ পড়াশোনা করেছে জিয়াগঞ্জের রাজা বিজয় সিং হাইস্কুলে। ছোট থেকে গান-বাজনা ভীষণ ভালবাসত অরিজিৎ । তার মা এবং দিদা, দুজনেই খুব ভালো সংগীত শিল্পী ছিলেন। অরিজিতের প্রথম গানের তালীম পাওয়া তাঁর মায়ের কাছ থেকেই। স্কুল জীবনে পড়াশোনা শেষ করে ভর্তি হয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত শ্রীপত সিং কলেজে। এ কলেজ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করে অরিজিৎ। পড়াশোনায় বরাবরই মেধাবী ছিল অরিজিৎ। তবে পড়াশোনা থেকেও গানের প্রতি তাঁর ভালোবাসা ও ন্যাক ছোটবেলা থেকেই ছিল বেশী।
অরিজিৎ সিংহের মনিকা গাডগিলের সাথে সম্পর্ক ছিল কি (arijit singh first wife monica gadgil)?
না, অরিজিৎ সিংহ এবং মনিকা গাডগিলের সম্পর্ক বন্ধুত্ত্ব ছাড়া আর কিছুই ছিল না। তাদের সম্পর্ক সম্পর্কে গুজব ছড়িয়ে পড়েছিল, কিন্তু তাদের কেউই কখনও এটি কনফার্ম করেনি।
২০২১ সালে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে মনিকা গাডগিলকে অরিজিৎ সিংহের সাথে তার সম্পর্ক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন যে তারা ভাল বন্ধু এবং তারা একসাথে কয়েকটি প্রজেক্টে কাজ করেছেন। তিনি আরও বলেন যে তিনি একজন গায়ক এবং একজন মানুষ হিসেবে তাকে শ্রদ্ধা করেন।
২০২২ সালে দ্য টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অরিজিৎ সিংহকে মনিকা গাড়গিলের সাথে তার সম্পর্ক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন যে তারা ভাল বন্ধু এবং তিনি একজন গায়ক হিসেবে তার সম্মান করেন। তিনি আরও বলেন যে তিনি তার কর্মজীবনে ভাল করতে দেখে খুশি।
এই সাক্ষাৎকারগুলির উপর ভিত্তি করে এটি স্পষ্ট যে অরিজিৎ সিংহ এবং মনিকা গাডগিল ভাল বন্ধু। তাদের সম্পর্ক যে তারও বেশি তা প্রমাণ করার মতো কোনো প্রমাণ নেই।
অরিজিতের বিবাহিত জীবন: জানো কি অরিজিৎ সিং দুইবার বিয়ে করেছেন।
অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী (Arijit Singh first wife)
কে এই রূপরেখা ব্যানার্জি?
অরিজিৎ সিংয়ের প্রথম বউ ছিল রূপরেখা ব্যানার্জী। ২০০৫ সালে ফেম গুরুকুলের মঞ্চে তাদের প্রথম দেখা এবং সাক্ষাৎ। তার পর বন্ধুত্ত্ব এবং প্রেমে পড়া। ২০১৩ সালে তারা বিয়ে করেন, কিন্তু বিয়েটা টেকেনি। ২০১৪ সালে তারা ডিভোর্স নিয়ে আলাদা হয়ে যায়।
অরিজিৎ সিং এবং রূপরেখা ব্যানার্জী তাদের বিয়েটা নিয়ে তেমন কিছু পাবলিকলি বলেননি। তবে, শুনেছি যে তাদের বিয়েটা তাড়াহুড়ো করে করা হয়েছিল এবং তাদের মধ্যে কেমিস্ট্রি ভালো ছিল না। অরিজিৎ সিং নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি তখন বিয়ে করার জন্য প্রস্তুত ছিলেন না।
২০১৪ সালে, অরিজিৎ সিং তার ছোটবেলার বন্ধু এবং প্রতিবেশী কোয়েল রায়কে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে।
অরিজিৎ সিংহ এর স্ত্রী (Arijit Singh wife / Arijit Singh 2nd Wife)
অরিজিৎ সিংহ এর স্ত্রী, কে এই কোয়েল রায়?
অরিজিতের শৈশব প্রেমিকা ও দ্বিতীয় স্ত্রী কোয়েল। অর্থাৎ অরিজিৎ সিংহ এর স্ত্রী বর্তমানে কয়েল রায় সিংহ। মাঝে দুজনের চলার পথ আলাদা হয়ে গেলেও আবারও তারা একসাথে এসে মিলিত হয়। ২০১৪ সালের ২০ জানুয়ারি কালীঘাটে, কিছুটা গোপনে অরিজিৎ ও কোয়েলের চার হাত এক হয়। অরিজিতের মতো কোয়েলেরও দ্বিতীয় স্বামী অরিজিৎ। তবে বর্তমানে তাঁরা সুখী দম্পতি। নিজেদের মধ্যবিত্ত প্রেমকে লাইফ লাইটে না আনলেও, তাদের এই প্রেম কাহিনী কোনো বলিউড সিনেমার চেয়ে কম নয়।
যার নামে পাগল ৮ থেকে ৮০ সকলেই, সেই অরিজিৎ কিন্তু ভীষণই ডাউন টু আর্থ ব্যক্তিত্ব। অরিজিৎ এখনো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন। যদিও বর্তমানে তার ম্যানেজারের কথায় একটি গাড়ি সে কিনেছে। তবে বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজার করা, ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া, এমনকি পাড়ার রিক্সাওয়ালার সঙ্গে গল্প করতেও দেখা যায় এই মানুষটিকে। ভারত তথা বিশ্বের কাছে অন্যতম সেরা গায়ক হলেও, নিজের প্রিয় এবং কাছের মানুষের কাছে খুব সাধারণ অরিজিৎ।
অরিজিৎ সিং নামটাই তাঁর যথেষ্ট। গানের জগতে এই মুহূর্তে সবথেকে চর্চিত মুখ অরিজিৎ। যিনি নিজের সুরের জাদুতে গোটা দুনিয়াকে মোহাচ্ছন্ন করে রেখেছে। স্যাড সং এর রাজা বলা হয় তাঁকে।
আরও পড়ুন :
অনির্বাণ ভট্টাচর্য্যের স্ত্রী কে?-Anirban Bhattacharya wife
79% মানুষ জানে না সৃজিত মুখার্জীর স্ত্রী কে?-Srijit Mukherjee wife
99% মানুষ জানে না সালমান খানের স্ত্রী কে?( Salman Khan Wife )
শাহরুখ খান কত টাকার মালিক জানেন কি? (Shahrukh Khan Net Worth)