Site icon Cinephile Frame

শাহরুখ খান কত টাকার মালিক জানেন কি?

শাহরুখ খান কত টাকার মালিক

Shahrukh Khan

শাহরুখ খান কত টাকার মালিক। শাহরুখ খান বিশ্বের কত তম ধনী। শাহরুখ খানের মোট সম্পত্তি কত ? শাহরুখ খান ভারতের কত তম ধনী ?

বলিউড বাদশা কিং খানের শুরুটা একদম জিরো থেকে। বিগত তিন দশক ধরে বলিউডে রোমান্স কিং নামে পরিচিত এই মানুষটি দাপিয়ে সিনেমা করছেন আর কুড়িয়ে নিচ্ছেন হাজার হাজার মানুষের ভালবাসা। ভারত তো বটেই এমন কি গোটা বিশ্বের কাছেও আজ তিনি পরিচিত নাম, আলোচনার বিষয়। চলো জেনে নেওয়া যাক ঠিক শাহরুখ খান কত কোটি টাকার মালিক।

জানলে অবাক হবেন, শাহরুখ খান বিশ্বের কত তম ধনী অভিনেতা।” দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিক্স”এর 2023 এর রিপোর্টে উঠে এসেছে কিং খানের মোট সম্পত্তির পরিমাণ। জানা গেছে এই মুহুর্তে বিশ্বের চতুর্থ ধনী এবং এশিয়ার সবথেকে ধনী অভিনেতা হলেন শাহরুখ। সম্পদের দিক থেকে তিনি হলিউডের টম ক্রুজকেও পেছনে ফেলেছেন। টম ক্রুজের বর্তমান সম্পত্তি যেখানে ৬২০ মিলিয়ন মার্কিন ডলার সেইখানেই বলিউড কিং শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন ডোয়াইন জনসন যাঁর সম্পত্তি ৮০০ মিলিয়ন মার্কিন ডলার।

শাহরুখ খানের অভিনয় জীবনের আরম্ব হয়েছিল টেলিভিশনের হাথ ধরে। যদিও বলিউড বাদশাহর প্রথম সিনেমার নাম ছিল ‘দিওয়ানা’ (Deewana,1992), আবার ওইবছরেই মুক্তি পেয়েছিল ‘রাজু বন গেয়া জেন্টলম্যান’ (Raju Ban Gaya Gentleman, 1992)। জানলে অবাক হবেন এই রাজু চরিত্রে অভিনয় করার জন্য শাহরুখ তখন পারিশ্রমিক পেয়েছিল মাত্র ২৫ হাজার টাকা। এরপর মুক্তি পায় তাঁর প্রথম ব্লকবাস্টার ছবি “দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে” ( Dilwale Dulhania Le Jayenge, 1995)। এই ছবিটিই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই ছবি করে পারিশ্রমিক স্বরূপ পেয়েছিলেন ৩০ লক্ষ টাকা। এর পরই একের পর এক হিট ছবি তিনি উপহার দিয়েছেন বলিউডকে।

শাহরুখ খান কত টাকার মালিক জানলেন তো, এবার দেখবো –

সংক্ষেপে আপনাদের শাহরুখ খানের মোট সম্পত্তি কত, তা নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর:

1- শাহরুখ খান কত টাকার মালিক / শাহরুখ খানের মোট সম্পত্তি কত ?

* কিং খানের সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার। (Forbs)

2- শাহরুখ খান বিশ্বের কত তম ধনী ?

* শাহরুখ খান বিশ্বের চতুর্থতম (4th Richest) ধনী অভিনেতা।

3- শাহরুখ খান ভারতের কত তম ধনী ?

* শাহরুখ খান ভারতের সব চেয়ে ধনী অভিনেতা (The Richest)।

শাহরুখ খানের সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমা :

কিং খান বিশ্বের অন্যতম সেরা মুভি তারকা এবং তার সিনেমাগুলি ধারাবাহিকভাবে বক্স অফিস রেকর্ড ভেঙেছে। এখানে তার সর্বকালের সর্বোচ্চ আয়কারী শাহরুখ খান-এর সিনেমা সিনেমা সংক্ষিপ্ত বিবরণ (৫টি):

1. জওয়ান (2023)-₹1030 কোটি বিশ্বব্যাপী [২৮/৯/২০২৩ পর্যন্ত]

জওয়ান কিং খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা এবং এটি ইতিমধ্যেই বক্স অফিসে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সিনেমাটির প্রশংসা করা হয়েছে এর উচ্চ-অক্টেন অ্যাকশন সিকোয়েন্স, এর রোমাঞ্চকর প্লট এবং শাহরুখ খানের শক্তিশালী অভিনয়ের জন্য।

 

Shahrukh khan

2. পাঠান (2023)-₹1050.05 কোটি বিশ্বব্যাপী

পাঠান আরেকটি গুপ্তচর থ্রিলার যেখানে শাহরুখ খান প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির প্রশংসা করা হয়েছে এর স্লিক পরিচালনা, এর স্টাইলিশ অ্যাকশন সিকোয়েন্স এবং এর অল-স্টার কাস্টের জন্য।

3. চেন্নাই এক্সপ্রেস (2013)-₹422 কোটি বিশ্বব্যাপী

চেন্নাই এক্সপ্রেস একটি রোমান্টিক কমেডি যেখানে কিং খানএবং দীপিকা পাড়ুকোন প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় এবং বক্স অফিসে সফল হয়, এবং এটি ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসাবে বলিউড কিং খানের মর্যাদাকে দৃঢ় করতে সাহায্য করে।

4. হ্যাপি নিউ ইয়ার (২০১৪)-₹379 কোটি বিশ্বব্যাপী

হ্যাপি নিউ ইয়ার একটি চুরির সিনেমা যেখানে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, বোমন ইরানি এবং সোনু সুদ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় এবং বক্স অফিসে সফল হয়, এবং এটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমাগুলির মধ্যে একটি।

5. রইস (2017)-₹285 কোটি বিশ্বব্যাপী

রইস একটি অপরাধ নাটক যেখানে শাহরুখ খান প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় এবং বক্স অফিসে সফল হয়, এবং এটি বলিউডের অন্যতম বহুমুখী অভিনেতা হিসাবে শাহরুখ খানের খ্যাতিকে আরও দৃঢ় করতে সাহায্য করে।

শাহরুখ খানের বাড়ি – ‘মন্নত

জানো নিশ্চয় এই মুহূর্তে কিং খানের কাছে থাকা সবচেয়ে দামি জিনিসটি হলো তাঁর বাড়ি ‘মন্নত’। সমীক্ষা বলছে, মুম্বাইয়ের এই বিলাসবহুল বাড়ির বর্তমান বাজামূল্য প্রায় ২০০ কোটি টাকা। বেডরুম, ড্রইং রুম,জিম, সুইমিং পুল, লাইব্রেরী, নিজস্ব থিয়েটারসহ নানা অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে তাঁর বাড়িতে। এমনকি কিছুদিন আগেই বলিউড বাদশা মন্নতের গেটে পাঁচ কোটি টাকার একটি হীরের নেমপ্লেটও বসিয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই বাড়ি এখন বেশ ভাইরাল।

মুম্বাইয়ে ঘুরতে যাওয়া যাত্রীদের কাছে মন্নত এখন একটি দর্শনীয় জায়গা। এছাড়াও শাহরুখের রয়েছে একাধিক বাড়ি। যেমন একটি বাগান বাড়ি রয়েছে মহারাষ্ট্রের আলীবাগে। তাছাড়া দুবাইতে রয়েছে দুবাই ভিলা ও লন্ডনেও কিং খানের নিজস্ব বাড়ি রয়েছে।

Shahrukh Khan’s House Mannat

শাহরুখ খানের গাড়ির সংগ্রহ

কথা হবে শাহরুখকে নিয়ে আর বলা হবে না তাঁর গাড়িগুলোর কথা তাই কখনো হয়। শাহরুখের নিজের যে গাড়িগুলি রয়েছে, তার মোট দাম শুনলে অবাক হতে হয়। প্রায় ৩১ কোটি টাকার কেবল গাড়িই আছে কিং খানের। কি নেই তার কালেকশনে বিএমডব্লিউ, ওডি, মার্সেডিজ থেকে ল্যান্ড ক্রুজার, বেন্টলি, রেঞ্জরেভার। এমনকি সম্প্রতি প্রাপ্ত ব্লকবাস্টার ছবি পাঠান মুক্তি পাওয়ার পর তিনি কিনেছেন রোলস রয়েজ কালিনান ব্ল্যাক ব্যাজ । যার দাম অন্তত ১০ কোটি টাকা।

শাহরুখ খান আর তার ক্রিকেট প্রেম

Shahrukh Khan net worth এর বড়ো একটা মাত্র আসে তার সমস্ত ব্যাবসা থেকে। শাহরুখ কেবলমাত্র একজন খ্যাতমান অভিনেতাই নন, বরং ব্যক্তিগত জীবনে তাঁকে একজন সফল ব্যবসায়ীও বলা চলে। ২০০২ সালে মুম্বাইতে তিনি তৈরি করেন ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ নামে নিজস্ব প্রযোজনা সংস্থা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) সহ বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে তার “Knight Riders” নামের ক্রিকেট টিম ফ্র্যাঞ্চাইজি রয়েছে যার আওতায় প্রায় বর্তমানে ৫ টি ক্রিকেট টিম রয়েছে।

সোশাল মিডিয়া ও ভক্তদের অন্তরের বাদশা শাহরুখ খান

রোমান্স কিংয়ের মধ্যে কৌতুকের অভাব নেই। তাই তার করা অনুষ্ঠানের জনপ্রিয়তা সবসময় থাকে শীর্ষে। শাহরুখকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের হোস্টিং করতে দেখা যায়। যেমন ‘কোন বনে ক্রোড়পতি’ র তৃতীয় সিজনে তাঁকে দেখা যায় হোস্টিং করতে। জানা যায়, এই হোস্টিংয়ের জন্য শাহরুখ প্রতি এপিসোড পিছু পেয়েছে ২.৫ কোটি টাকা। তাহলে নিশ্চয়ই অনুমান করতেই পারছ আমাদের সকলের প্রিয় অভিনেতার টাকার পরিমান ঠিক কত হতে পারে।

কেবল রুপালি পর্দায় নয় তাকে দেখা যায় নানান অনুষ্ঠানের গেস্ট হিসেবেও। জানা যায়, এক একটি অনুষ্ঠানে গেস্ট হিসেবে যাওয়ার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নেন প্রায় তিন কোটি টাকা। যা তাবড় তাবড় কোম্পানির সিইও র একমাসের বেতনের সমান। তাহলে ভাবুন শাহরুখ খান কত কোটি টাকার মালিক, তিনি সোশাল মিডিয়া র বিভিন্ন বিজ্ঞাপন করে কত আয় করেন।

Shahrukh Khan

পারফিউম থেকে পেন, ছাত্র প্রশিক্ষণ অ্যাপ থেকে মার্সেডিজ সব ধরনের প্রথম সারির বিজ্ঞাপনে শাহরুখ হলেন পরিচিত মুখ। বিজ্ঞাপন দাতাদের কাছে তাই বাদশা হলেন অনেকটা সোনার ডিম পাড়া হাঁসের মতো। এক একটি বিজ্ঞাপনের জন্য কিং খান পারিশ্রমিক হিসেবে পায় প্রায় ৫ থেকে ১০ কোটি টাকা। অর্থাৎ বছরে কয়েক কোটি টাকা তিনি প্রায় বিজ্ঞাপন থেকেই উপার্জন করে।

লিস্ট এখানেই শেষ নয়, এই সবকিছু করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়ারও মিলিয়ন মিলিয়ন। তাঁর এক একটা পোস্টে লাইক -কমেন্ট – শেয়ারের সূচক দেখলে মাথা ঘুরে যাওয়ার উপক্রম।

শাহরুখ খান কত টাকার মালিক জানলেন তো, এই এতকিছুর পরও শূন্য থেকে শুরু করা এই মানুষটির মধ্যে নেই কোন অহংকার, নেই কার্পণ্যতা। শাহরুখ দম্পতি অনেক ধরনের চ্যারিটেবল ট্রাস্ট এর মাধ্যমে সাহায্য পৌঁছে দেয় সমাজের সেইসব মানুষের কাছে যাদের সাহায্যের হাতটা একটু প্রয়োজন। তাই শুধু অভিনেতা হিসেবে নন মানুষ হিসেবেও শাহরুখ টেন আউট অফ টেন। ভালো থাকুন স্যার আর এইভাবেই ভালোবাসা পেতে থাকুন।

আরও পড়ুন:

শাহরুখ খানের স্ত্রী কে? বলিউড কিং খানের ক্রাশ কে ?

99% মানুষ জানে না সালমান খানের স্ত্রী কে?( Salman Khan Wife )

সালমান খান কত টাকার মালিক (Salman Khan Net Worth)

Exit mobile version