আমরা এই আর্টিকলে জানবো, শাহরুখ খানের স্ত্রী কে? শাহরুখ খানের স্ত্রীর নাম কি? শাহরুখ খানের বউ হিন্দু না মুসলিম? শাহরুখ খানের পরিবার সম্পর্কে।
আরও জানবো শাহরুখ খানের স্ত্রী কি করেন? শাহরুখ খানের বউ এর সাথে তার সম্পর্কের শুরুটা কিভাবে? শাহরুখ খানের বাড়ি ও তার পরিবার সম্পর্কে।
রজত শর্মার “আপ কি আদালত” শোতে একজন দর্শক শাহরুখ খানের কাছে জানতে চাই তিনি তো সকলের ক্রাশ কিন্তু তাঁর ক্রাশ কে? তিনি উত্তরে জানিয়েছিলেন গৌরী। হ্যাঁ গৌরী খান (Gauri Khan), যিনি বর্তমানের তাঁর স্ত্রী। তিনি আরো বলেন, যেদিন আমি ওকে প্রথম দেখি সেই দিন থেকেই ও আমার ক্রাশ। আমি ভাগ্যবান জ আজ সে আমার স্ত্রী।
শাহরুখ খানের স্ত্রী গৌরী খান কে ?
৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই মহিলাকে সকলে ‘কুইন অফ বলিউড’ নামে চেনেন। সিনেমা বা সিরিয়াল না করলেও লাইমলাইটে কিন্তু তাঁকে সবসময় দেখা যায়, তাঁর নিজের পেশা ইন্টিরিয়র ডিজাইনার এবং ফ্যাশন ডিজাইনের জন্য। গৌরী ২০১৪ সালের গোড়ার দিকে মুম্বাইয়ের ওরলিতে ‘দ্য ডিজাইন সেল’ নামে তাঁর প্রথম কনসেপ্ট স্টোর চালু করেন। স্টোরটিতে গৌরীর নিজের এবং অন্যান্য ভারতীয় ডিজাইনারদের দিয়ে ডিজাইন করা আসবাবপত্র প্রদর্শন করত।
এরপর , গৌরী তাঁর ডিজাইন স্টুডিও ‘ গৌরী খান ডিজাইনস’ চালু করে ২০১৭ সালে, যেটা রয়েছে জুহু, মুম্বাইতে। একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে আলিয়া ভাট, রনবীর কাপুর, করণ জোহর , মুকেশ আম্বানি, ঋত্বিক রোশনের বাড়ির ডিজাইনও করেছে গৌরী। এমনকি শাহরুখ দম্পতির স্বপ্নের মন্নতও গৌরীর হাত ধরেই সেজে উঠেছে। এছাড়াও ফ্যাশন ডিজাইনার হিসেবেও গৌরী অনেক সফল।
ক্র্যাশ থেকে ‘Shahrukh Khan Wife’ হবার সফর
একসময় শাহরুখ খান ও তাঁর হবু স্ত্রী নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন নিজেদের সম্পর্কটাকে পূর্ণতা দেওয়ার জন্য। কিং খান পত্নী এক ইন্টারভিউতে জানিয়েছিলেন, দুজনের ধর্মীয় পরিচয় আলাদা হওয়ায় তাঁদের বিয়েতে কারো মত ছিল না। গৌরীর ব্রাহ্মণ পরিবার এই বিয়েতে রাজি না হওয়ায় তাঁরা এমনই এক শিশুসুলভ সিদ্ধান্ত একসময় নিয়েছিলেন। যদিও পরে দুই পরিবারের সকলের মতামতেই শাহরুখ ও গৌরী এক সূত্রে বাঁধা পড়েন।
১৯৮৪ সালের এক সন্ধ্যায় দিল্লিতে এক সামাজিক অনুষ্ঠানে প্রথম গৌরীর সঙ্গে বলিউড বাদশার দেখা হয়। সেই সময় শাহরুখের বয়স ছিল ১৯ ও গৌরীর ছিলেন ১৪ বছর বয়সী। সেই প্রথম দেখাতেই শাহরুখ ঠিক করে নিয়েছিলেন ওই মেয়েকেই তাঁর চাই। এরপর বন্ধুত্ব, আর তারপর প্রেম। এই ভাবেই শুরু হয় কিং খানের লাভ স্টোরি।
দিল্লিতে দুই মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন তাঁরা দুইজন। এরপর নিজের ক্যারিয়ারের জন্য এসআরকে চলে আসেন মুম্বাইয়ে, গৌরী থেকে যান দিল্লিতেই তারপর থেকেই তাঁদের মধ্যে চলতে থাকে লং ডিস্টেন্স রিলেশনশিপ। পরে এই সম্পর্ক সকল প্রকার আপত্তিকে অতিক্রম করে অবশেষে ১৯৯১ সালে ২৫ অক্টোবর পূর্ণতা পায়। বিয়ে হয় শাহরুখ ও গৌরীর।
শাহরুখ খান ও গৌরী খানের দম্পত্তি জীবনের বিভিন্ন পর্যায়
ক্যারিয়ারের শুরুতেই বিয়ে করায় খান দম্পতিকে অনেক কিছুর সঙ্গেই মানিয়ে নিতে ও মেনে নিতে হয়েছে। শোনা যায়, বিয়ের প্রথম রাতেই হেমামালিনীর সঙ্গে এসআরকের একটি সিনেমার শুটিং ছিল।সেই শুটিং শেষ হয়েছিল অনেক রাতে, আর ওই পুরো সময়টা তাঁর সদ্য বিবাহিতা স্ত্রীকে থাকতে হয়েছিল একটি ছোট্ট ঘরে, যার জন্য শাহরুখ পরে অনুশোচনাও করেছেন।
শাহরুখের বলিউড ইন্ডাস্ট্রিতে শুরুর সময়টা মোটেও সুখকর ছিল না। অনেক চড়াই -উতরাই, বাধা-বিপত্তি কাটিয়ে উঠতে হয়েছে তাঁকে। এই সব কিছু পেরিয়ে আজ তিনি সকলের মনে জায়গা করে নিতে পেরেছেন। তবে তাঁর এই পুরো জার্নিতে তিনি সবসময় যাঁকে পাশে পেয়েছেন তিনি হলেন তার সহধর্মিনী। এ কথা শাহরুখ তাঁর নানা ইন্টারভিউতেই বলে এসেছেন।
আজ কিং খান বলিউডের সবথেকে ধনী অভিনেতা। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। বিয়ের সময় গৌরী খানকে কথা দিয়েছিলেন প্যারিসে ঘুরতে নিয়ে যাওয়ার কিন্তু সেই রকম আর্থিক অবস্থা না থাকায় তিনি প্যারিস বলে গৌরীকে নিয়ে গিয়েছিলেন দার্জিলিং, এ কথাও তিনি নিজেই জানিয়েছেন। এইসব কিছুর পরেও গৌরী খান থেকেছেন শাহরুখ খানের পাশে। তাই বলায় যায়, গৌরী খান কোন অংশেই শাহরুখের থেকে কম নন।
“বিজনেস ওম্যান” হিসেবে গৌরী খান
যদিও শাহরুখ পত্নী বা শাহরুখ খানের বউ ছাড়াও তাঁর নিজের একটা পরিচয় আছে, তিনি একজন ইন্টিরিয়র ডিজাইনার। ‘মাই লাইফ ইন ডিজাইন’ নামে একটি কফি টেবিল বইও লিখেছেন তিনি। যার মুখবন্ধটি লিখেছেন শাহরুখ নিজে। এই বইয়ে যারা ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য বেশকিছু টিপস দেন গৌরী।
এই বইয়ে খান দম্পতির বাড়ি মন্নতের বহু ছবি রয়েছে। রয়েছে তার ভিতরে নানা সাজসজ্জার ছবিও। এই বই প্রকাশের সময় মজা করে শাহরুখ বলেছিলেন, তাঁর স্ত্রী গোটা বিশ্বকে সাজাচ্ছেন, কেবল তাঁর ঘরটি বাদে। কেবল ব্যক্তিগত জীবনে নয় কর্মজীবনেও শাহরুখ ও গৌরী একই সঙ্গে কাজও করে চলেছেন। ২০০২ সালে মুম্বাইয়ে খান দম্পতি ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ নামে একটি প্রোডাকশন হাউস শুরু করেন।
শাহরুখ খানের পরিবার
জীবনের ভালোমন্দ সবটাকে সঙ্গে নিয়ে প্রায় ৩২ বছর দাম্পত্য জীবন কাটিয়ে ফেলেছেন। তাঁদের দুই পুত্র আরিয়ান খান (Aryan Khan)ও আব্রাম খান (Abram Khan) ও কন্যা সুহানা খান (Suhana Khan) -কে নিয়ে সুখী খান দম্পতি।
শাহরুখ বলেন, গৌরী একজন অসাধারণ স্ত্রী তো বটেই সঙ্গে একজন অসাধারণ মাও। তিনি আরো বলেন, আমার কাছে গৌরীই সব। ১৯৯২ সালে স্টার ডাস্ট ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে বলিউড বাদশা জানিয়েছিলেন, যদি কোনদিন আমাকে আমার ক্যারিয়ার আর গৌরীর মধ্যে একজনকে বেছে নিতে হয় তাহলে আমি এক মিনিটও না ভেবে গৌরীকেই বেছে নেব। হ্যাঁ, এতটাই গভীর তাদের সম্পর্ক। তিনি এটা বলতেও শোনা যায় যে, যদি কোনো দিন গৌরী অভিনয় জগৎ থেকেও সরে আসতে বলেন তাহলে তিনি তাও করতে পারেন।
এই রকমই থাক শাহরুখ ও গৌরীর এই ভালোবাসার বন্ধন অটুট।
আরও পড়ুন:
সালমান খান কত টাকার মালিক (Salman Khan Net Worth)
শাহরুখ খান কত টাকার মালিক জানেন কি?