শিরোনাম

79% মানুষ জানে না সৃজিত মুখার্জীর স্ত্রী কে?-Srijit Mukherjee wife

srijit mukherjee wife

srijit mukherjee wife: জানা আছে সৃজিত মুখোপাধ্যায়  স্ত্রী কে? প্রথম স্ত্রী কে?  সৃজিত মুখোপাধ্যায়ের ঠিক কতজন প্রেমিকা ছিল? মিথিলা সৃজিত কাহিনী!

বর্তমানে (সৃজিত মুখোপাধ্যায়) Srijit Mukherjee Age 46, এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির একজন সফল পরিচালক। কলকাতার ছেলে তিনি, তাই বেড়ে ওঠা কলকাতাতেই । কলকাতা সাউন্ড সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনার পর অর্থনীতিতে স্নাতক করে কলকাতা প্রেসিডেন্সিতে। এরপর দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে এমএ ও এম ফিল করে।তবে কখন তিনি সিনেমা করতে এলেন ? ২০১০ সালের অটোগ্রাফ সিনেমার মধ্য দিয়েই বাংলা ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে সৃজিত পা রাখে প্রথম। এরপর বাকিটা তো সকলের জানা।

তবে আজকে ক্যারিয়ার নয় বরং তাঁর ব্যক্তিগত জীবনের কিছু অজানা কথা জানবো। শোনা যায় সৃজিত নাকি প্রায়শই প্রেমে পড়েন, সৃজিতের প্রেমিকা তালিকাও নাকি বেশ দীর্ঘ । তবে জানো কি কার সঙ্গে এখন লুকিয়ে প্রেম করছে সৃজিত?

সৃজিত মুখোপাধ্যায়  স্ত্রী (srijit mukherjee wife)

অনেক প্রেমের পাহাড় পর্বত পেরিয়ে তিনি প্রেমে পড়েন এক ভিনদেশী সুন্দরীর। যাঁর ঠিকানা বাংলাদেশ। নাম রাফিয়াত রশিদ মিথিলা, যিনি বর্তমানে সৃজিতের স্ত্রী। একাধারে তিনি অভিনেত্রী মডেল ও সমাজকর্মী। ২০১৯ সালে ডিসেম্বর মাসে তাঁদের চার হাত এক সূত্রে বাঁধা পড়ে ।

নাম:- রাফিয়াথ রশিদ মিথিলা

ডাকনাম:- মিথিলা

মাতাপিতা:- অজানা

জন্ম তারিখ:- ২৫ মে, ১৯৮৪

বয়স:- ৩৯ (১১ নভেম্বর, ২০২৩ পর্যন্ত)

শারীরিক বৈশিষ্ট্য:-
উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার)
ওজন: অজানা
চুলের রং: কালো
চোখের রং: বাদামী

মিথিলা ধর্ম কি:- ইসলাম

জাতীয়তা:- বাংলাদেশী

স্বামী:- শ্রীজিত মুখার্জী (৬ ডিসেম্বর, ২০১৯ থেকে বিবাহিত)

মিথিলার এক্স (সাবেক) স্বামী:-তাহসান রহমান খান

বোন:-জাকিয়া রশিদ মিম

srijit mukherjee wife
Rafiath Rashid Mithila. photo credits: Rafiath Rashid Mithila/Instagram

সন্তান:-আয়রা তেহরিম খান (মিথিলার এক্স (সাবেক) স্বামী তাহসান রহমান খানের সাথে)

পেশা:- অভিনেত্রী, গায়িকা, উন্নয়নকর্মী ও সমাজসেবী

জনপ্রিয়তা:-বাংলাদেশী ও ভারতীয় ছবিতে অভিনয়, গান গাওয়া এবং ব্র্যাক ইন্টারন্যাশনালে শিশুসমাজের প্রাথমিক উন্নয়ন কর্মসূচির প্রধান হিসেবে কাজ করা।

বিবাদ:-২০১৭ সালে, মিথিলা বাংলাদেশী ছবি ‘ওমানুষ’-এ তার ভূমিকার জন্য সমালোচিত হয়েছিলেন, যা কিছু লোক মুসলমানদের জন্য অবমাননাকর বলে মনে করেছিলেন।

অতিরিক্ত তথ্য:-মিথিলা উচ্চ শিক্ষিত এবং ঊর্ধ্বগামী নারী। তিনি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি নারী ক্ষমতায়ন এবং শিশু অধিকারের জন্য একজন (women empowerment and child rights welfare) সরব সমর্থক।

মিথিলা সৃজিত  (mithila srijit)

মিথিলা সৃজিত এর বর্তমান স্ত্রী হলেও এর আগে তাঁর বিয়ে হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা তাহসানের সঙ্গে। মিথিলা ও তাহসানের বিবাহ বিচ্ছেদের বছর দেড়েক পর মিথিলা আবার নতুন সংসার শুরু করে সৃজিতের সঙ্গে।

সৃজিত মিথিলার সঙ্গে থাকে মিথিলার একমাত্র মেয়ে আয়রা। শোনা যায়, তাহসানের সঙ্গে মিথিলার এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বর্তমানে তিনি এপার বাংলায় থাকলেও মাঝে মাঝে কাজের সূত্রে তাকে যেতে হয় বাংলাদেশে, তখন তিনি তাহসানের সঙ্গে দেখা করেন।

srijit mukherjee wife
Rafiath Rashid Mithila. Photo Credits: Rafiath Rashid Mithila/ X

এ বিষয়ে মিথিলা প্রকাশ্যে জানাই, তাদের মেয়ে আয়রার জন্যই তাহসানের সঙ্গে তিনি এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন। এরই মধ্যে সৃজিত মিথিলার বিবাহ বিচ্ছেদ হতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু সে জল্পনায় জল ঢেলে সৃজিত দম্পতি জানায় তারা ভালো আছে এবং এভাবেই থাকতে চায়।

সৃজিত মুখোপাধ্যায় প্রথম স্ত্রী (srijit mukherjee first wife)

সৃজিত মুখোপাধ্যায় প্রথম স্ত্রী সম্পর্কে পাবলিক ডোমেনে কোনো প্রমাণ যোগ্য দলিল নেই। বাংলাদেশী অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সাথে বিবাহবন্ধনের আগেও তার সংসার ছিল বলে গুজব আছে। যে তিনি মিথিলার আগেও বিবাহিত ছিলেন, কিন্তু এই দাবিগুলোকে সমর্থন করার মতো কোনো নির্দিষ্ট প্রমাণ নেই।

শ্রীজিত মুখার্জি সবসময়ই তার ব্যক্তিগত জীবন খুব গোপনীয় রাখতে ভালোবাসেন, এবং তিনি কখনই তার পূর্ববর্তী সম্পর্কগুলো সম্পর্কে খোলাখুলি কথা বলেননি। তাই, তিনি মিথিলার আগে বিবাহিত ছিলেন কিনা তা নিশ্চিতভাবে বলা অসম্ভব।

তার ব্যক্তিগত জীবনের বিষয় গুলো গোপন রাখা তার স্বাধীন অধিকার। আমাদের তাকে সম্মান করা উচিত এবং গুজব না রটানো উচিত।

সৃজিত মুখোপাধ্যায়ের প্রাক্তন প্রেমিকারা বিবরণ। (Srijit Mukherjee’s Dating History)

1)Srijit Mukherjee & Swastik Mukherjee

যদিও সৃজিত মুখার্জির প্রথম প্রেম স্বস্তিকা মুখার্জী। সৃজিতের সঙ্গে টলিউডের অন্যতম সেরা অভিনেত্রীর সম্পর্ক নিয়ে বেশ সারা পড়ে গিয়েছিল। নানা পার্টিতে- পুজোতে- ইভেন্টে তাদের দুজনকে একসঙ্গে দেখা যেত সবসময়। এক সময় এই প্রেম ছিল টফ অব দ্য টাউন। যদিও আজকে তা অতীত।

srijit mukherjee wife
Srijit Mukherjee & Swastika Mukherjee. Photo credits: Srijit Mukherjee/fb

শোনা যায়, পরিচালক স্বস্তিকার টানে কলকাতা ছেড়ে শান্তিনিকেতনও নাকি চলে গিয়েছিলে। সেই সময় স্বস্তিকা শান্তিনিকেতনের শুট করতে গিয়েছিল। কিন্তু তাদের এই সম্পর্ক টেকেনি। বিয়ে পর্যন্ত গড়াবে এমনই কথা ছিল । কিন্তু জাতিস্মর সিনেমার পরেই সৃজিত ও স্বস্তিকার জীবনের চলার পথ আলাদা হয়ে যায়। যদিও ব্যক্তিগত তিক্ততাকে ভুলে তাদের দুজনকে একসাথে কাজ করতে দেখা গেছে পরে বেশ কয়েকটি সিনেমায়।

এই অভিনেত্রী খুবই কম বয়সে বিয়ে করে, মাত্র ১৯ বছর বয়সে মা হওয়ার পর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। তারপর থেকে স্বস্তিকা নিজের মেয়ের সঙ্গে থাকে। সৃজিত ছাড়াও অনেক মানুষের সঙ্গে তাঁর নাম বহুবার জড়িয়ে। তবে তাঁর কোনো সম্পর্কই পূর্ণতা পায়নি।
সম্প্রতি সৃজিতের করা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে স্বস্তিকাকে আবদার করতে দেখা গেল সৃজিতের পড়া আবোল তাবোল প্রিন্টের জামাটিকে দেখে।

পরিচালক বিরসা দাশগুপ্ত ও সৃজিত মুখোপাধ্যায় একটি সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সেই পোস্টের কমেন্টেই স্বস্তিকা লেখে জামাটা যদি আবোল তাবোল প্রিন্টের হয় তবে আমারও একটা চাই। যদিও সেই কমেন্টের রিপ্লাই করতে দেখা যায়নি সৃজিতকে । তবে তাদের দুজনের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক বজায় রয়েছে তা বোঝায় যাচ্ছে।

2) Srijit Mukherjee & Madhubanti Bagchi (Rumours/ গুজব)

স্বস্তিকার পর সৃজিতের জীবনে আসে আরো অনেক নারী। ২০১৫ সালে সৃজিতের ছবি রাজকাহিনীতে জনপ্রিয় সংগীত শিল্পী মধুবন্তী বাগচীকে দেখা যায় অভিনয় করতে । মধুবন্তী সঙ্গে সৃজিতের সম্পর্ক নিয়ে টলিউড পাড়ায় চর্চা ছিল প্রায় সকলের মুখে মুখে। তাঁদের এই প্রেম পর্বের কথা প্রথম প্রকাশ হয় টাইমস অফ ইন্ডিয়ায়। শোনা যায়, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করার পর, এই খবর জানাজানি হয়। যদিও সব শেষশেষে এই গুঞ্জন সীমাবদ্ধ থেকে গেছে। সৃজিত ও মধুবন্তীর এই সম্পর্কও অপূর্ণ থেকে গেছে।

আরও পড়ুন :

চঞ্চল চৌধুরী-এর সিনেমা এবং টিভি শো,ওয়েব সিরিজ,নাটক লিস্ট

অনির্বাণ ভট্টাচর্য্যের স্ত্রী কে?-Anirban Bhattacharya wife

3) Srijit Mukherjee & Rajnandini Dutta (Rumours/ গুজব)

আবার ওই ছবিতেই অভিনেত্রী ইন্দ্রানী দত্তের মেয়ে রাজনন্দিনীকে যীশু সেনগুপ্তের বাচ্চা স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যায়। টলিপাড়ায় গুঞ্জন ওঠে রাজনন্দিনী এবং সৃজিত গোপনে প্রেম করছে। সৃজিত মুখোপাধ্যায় বরাবরই স্পষ্টবাদী সকলের এই জল্পনাকে তিনি হেসে উড়িয়ে দেয়। তবে রাজনন্দিনী এক সাক্ষাৎকারে জানাই, সৃজিত তার পিতৃসম।

সৃজিতকে তিনি সৃজিত আঙ্কেল বলেই আগে ডাকতেন, তবে আঙ্কেল ডাকতে সৃজিত তাকে বারণ করে দেয় আর তারপর থেকেই রাজনন্দিনী কেবল সৃজিত বলেই সম্বোধন করে তাঁকে। টিনএজের এই অভিনেত্রীকে অনেকে সৃজিতের প্রেমিকা বলেও সম্বোধন করে দেখা গিয়েছিল সেই সময়। যদিও আজকের দিনে তা পুরোপুরিই অর্থহীন।

4) Srijit Mukherjee & Tuhina Das (Rumours/ গুজব)

সৃজিত নাকি ডেট করছে। টলি পাড়ায় কান পাতলে এই খবর কানাঘুষো শোনা যাচ্ছে। তুহিনা দাস যাকে ‘আসছে আবার শবর’, ‘এক যে ছিল রাজা’ য় দেখা গেছে অভিনয় করতে। সেই তুহিনার সঙ্গে এবার নাম জড়িয়েছে সৃজিতের। ইন্ডাস্ট্রিতে নবাগতা এই অভিনেত্রীর সঙ্গে সৃজিত প্রেম করছেন এমন কথা প্রায় শোনা গেছে। মাথায় একরাশ কোকড়ানো চুল, শ্যামবর্ণা এই মেয়ের মধ্যে ভিনদেশী এক সৌন্দর্য রয়েছে যা অন্যদের থেকে তাকে আলাদা করে।

অবশ্য সৃজিতের সঙ্গে কাজ করার আগে অপর্ণা সেনের ‘ঘরে বাইরে আজ‘ ছবিতে বিমলার চরিত্রে তুহিনাকে দর্শক দেখেছে। তাঁদের এই প্রেম নিয়ে তুহিনা এক সাক্ষাৎকারে জানায় তারা প্রেম করছে না, তবে সৃজিতদা তাঁর খুব ভালো বন্ধু। অন্যদিকে সৃজিত নিজের প্রেম নিয়ে কোনদিন লুকোচুরি করে না তিনি জানায় ডেট করা খুব গর্বের ব্যাপার তবে আমরা ডেট করছি না।

সৃজিতের প্রেমের তালিকায় এখানেই শেষ নয়। কখনো নায়িকাকে নিয়ে রেস্টুরেন্টে ভুরিভোজ, কখনও বিমানবন্দর থেকে পিকআপ করা সবই করছে আজকাল সৃজিত। কথা হচ্ছে তাঁর আর এক প্রেমিকা ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে। ঋতাভরী যাঁর বাংলা তো বটেই পাশাপাশি মুম্বাই ইন্ডাস্ট্রিতেও অল্পসল্প যাতায়াত রয়েছে। টলিউড সৃজিতের প্রেম নিয়ে সর্বদায় সরগরম থাকে। ঋতাভরীর সঙ্গে ‘চতুষ্কোণ’ থেকেই আলাপ তাঁর। তবে সকলেই জানতে চাইছে‘বেগমজান’-এর পরিচালক সৃজিত এ বার কী তবে তাঁর বেগমের সন্ধানে? এ ব্যাপারে ঋতাভরী জানায়, তারা দুজনেই খুব খেতে ভালোবাসে তাই মাঝে মাঝেই একসঙ্গে খেতে যায়, ব্যস এইটুকুই।

আর এই কয়েকটা বছর তাঁরা অনেক ঝগড়া করেছে বলে জানায় অভিনেত্রী। ” আমার প্রেম হলে আমি তো বলে দিই। কোনও দিন লুকিয়ে কিছু করিনি! আজও করব না। স্বস্তিকার সময় তো সকলেই সব জানতে পেরেছিল। এ বারও যদি তেমন কিছু হয় জানা যাবে। আমি আর ঋতাভরী দু’জনেই খুব খেতে ভালবাসি। সেই কারণেই একসঙ্গে খেতে গিয়েছি আমরা। কিন্তু এখনও পর্যন্ত এটাকে ভরপুর প্রেম বলা যায় না,’’ বলেছে সৃজিত। তবে এখনও পর্যন্ত হওয়া সৃজিতের সব প্রেমই ব্রাত্য থেকে গেছে।

srijit mukherjee wife.
Srijit Mukherjee & JIshu Sengupta

সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দশম অবতার সিনেমাটি। এই ছবিতে একসঙ্গে দেখা গেছে অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুপম ইসলাম অভিনেত্রী জয়া আহসান প্রমুখকে। গত ২৩ শে সেপ্টেম্বর সৃজিতের জন্মদিন উপলক্ষে পার্টিতে সৃজিত দম্পতিকে দেখা যায় একসঙ্গে কেক কাটতে এবং নাচতে। যা দেখে খুব সহজেই অনুমান করা যায়, তাদের দাম্পত্য জীবন আসলেই অত্যন্ত সুখের।

আসলে সৃজিত মুখোপাধ্যায় এর ব্যাক্তিত্ব এতই আকর্ষণীয় ও তাঁর প্রতিভার আমরা সকলেই প্রেমী। বিশ্বের সকল প্রান্তে রয়েছে সৃজিত মুখার্জীর ভক্ত। ভালো থাকুন স্যার, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অনির্বাণ ভট্টাচর্য্য অভিনীত দশম অবতার এবং পরবর্তী ছবির জন্য রইল অনেক শুভেচ্ছা।

আরও পড়ুন :

99% মানুষ জানে না সালমান খানের স্ত্রী কে?( Salman Khan Wife )

শাহরুখ খান কত টাকার মালিক জানেন কি? (Shahrukh Khan Net Worth)

চঞ্চল চৌধুরী-এর সিনেমা এবং টিভি শো,ওয়েব সিরিজ,নাটক লিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *